ডিসেম্বরে বসছে বিপিএলের তৃতীয় আসর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর হবে আগামী ডিসেম্বরে। গতকাল মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আই এইচ মল্লিক জানান, ডিসেম্বরে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় সে সময়ে বিপিএলের তৃতীয় আসর আয়োজন করতে চান তারা।  ছোট আঙ্গিকে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। সব বকেয়া পরিশোধ করা না হলে বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্টের সাত ফ্র্যাঞ্চাইজি। বিপিএল বন্ধ হওয়ার পর থেকে দেশে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিলো না। টি-টোয়েন্টি অনুশীলনের জন্য মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা বরাবরই এ টুর্নামেন্ট চালুর কথা বলে আসছিলেন। আগামী বছরের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সহায়ক হবে বিপিএলের এবারের আসর। এর আগে গত ১৫ জানুয়ারি হোটেল ৱ্যাডিসনে বিসিবির সভা শেষে নাজমুল হাসান সাংবাদিকদের জানিয়েছিলেন, এ বছর বিপিএল করবে বিসিবি। ২০১২ সালে হয়েছিলো বিপিএলের প্রথম আসর। ২০১৩ সালের সর্বশেষ আসরের পরপরই ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে বন্ধ হয়ে যায় টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।