চুয়াডাঙ্গার জাফরপুর মোড়ে টেইলার্সের দোকানে অজ্ঞাত যুবকদের হামলা ভাঙচুর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জাফরপুর মোড়ের তরিকুলের টেইলার্সের দোকানে ভাঙচুর চালানো হয়েছে। গতরাতে দু দফা হামলা চালিয়ে ভাঙচুর চালানোর পর একটি মেশিনও নিয়ে গেছে হামলাকারীরা। তুচ্ছ ঘটনা নিয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে দোকান মালিক তরিকুল ইসলাম জানান।

তরিকুল জানান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের জনৈক শিক্ষক রতন একটি প্যান্ট সেলাই করতে দেন আমার কাছে। সেলাই করে দেয়ার পর ভালো হয়নি বলে পুনরায় সেলাই করতে দিয়ে যান। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর প্যান্ট নিতে আসেন। আমি জানাই এখনো সেলাই হয়নি। এরপর তার সাথে কথা কাটাকাটি হয়। রতন চলে যাওয়ার পর রাত ৮টার দিকে কয়েকজন যুবক গিয়ে তরিকুলকে মারধর করে। তরিকুল টেইলার্স বন্ধ করে বাড়িতে চলে যান। এর আধাঘণ্টা পর দ্বিতীয় দফায় ১০/১২ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আবার হামলা চালায়। তারা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে তছনছ করে। দোকানের শাটার কুপিয়ে কাটে। দোকানে থাকা তিনটি সেলাইমেশিন ভাঙচুর করে এবং একটা (অ্যামব্রডারি) লকমেশিন নিয়ে যায় তারা। পরে পুলিশে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছুলে পরিস্থিতি শান্ত হয়। তবে আতঙ্কে ঘটনার পরপরই স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান।

Leave a comment