গাঁজা পাচারের দায়ে গাংনীতে এক নারীর দু বছর কারাদণ্ড

গাংনী প্রতিনিধি: মাদক পাচারের দায়ে ফিরোজা খাতুন শিউলি (৩২) নামের এক নারীকে দু বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন এ রায় প্রদান করেন। ফিরোজা খাতুন শিউলি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের ফজলুল করিমের মেয়ে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ফিরোজা খাতুন এক কেজি গাঁজা নিয়ে সীমান্ত এলাকা থেকে নিয়ে বামন্দী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভবানীপুর ক্যাম্প পুলিশ তাকে ওই গ্রামের রাস্তা থেকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত মাদক পাচারের দায়ে তার দু বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে গতকালই তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।