পৌরবাসীর নাগরিক সেবায় অনন্য অবদানের জন্য সম্মাননা পেলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র টোটন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরবাসীর নাগরিক সেবায় অনন্য অবদানের জন্য চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতাকাল বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলা লোকমোর্চা এ সম্মাননা প্রদান করে। সদর উপজেলা লোকমোর্চা আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় তিনি বলেন, উপজেলা লোকমোর্চার কাছ থেকে এ সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের ভোটে মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই আমি আন্তরিকভাবে নাগরিক সেবায় কাজ করে যাচ্ছি। আজ তার প্রথম স্বীকৃতি পেলাম, যা আমার খুব ভালো লাগছে, এই ভালো লাগা আমি কোনোদিন ভুলবো না। এই সম্মান ভালো কাজ করার ক্ষেত্রে আমাকে আরো অনুপ্রাণিত করবে। তিনি লোকমোর্চার উদ্যোগের প্রশংসা করে বলেন, আমি আশা করবো লোকমোর্চা তাদের এ কাজের মাধ্যমে আগামীতেও সমাজের অবহেলিত নিপীড়িত মানুষের পাশে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এমএম শাহজাহান মুকুল, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ফজলুর রহমান, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম এবং ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা লোকমোর্চার যুগ্ম-সম্পাদক অ্যাড. আহসান আলী। তারপর চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার অর্জনসমূহ উপস্থাপন করেন সহসভাপতি জাফরুল হক। এরপর সংবর্ধিত অতিথি এবং অন্যান্য অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। সংবর্ধিত অতিথির সম্মানে সম্মাননাপত্র পাঠ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভীন লাইলা মালিক। তিনি সংবর্ধিত অতিথির হাতে সম্মাননাপত্র তুলে দেন। এরপর একে একে শুভেচ্ছা উপহার তুলে দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সহসভাপতি শাহানা ইউছুফ কেয়া ও সাংগঠনিক সম্পাদক আশরাফ বিশ্বাস মিল্টু। সবশেষে লোকমোর্চার সকল সদস্যকে সাথে নিয়ে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস। অনুষ্ঠানে সদর উপজেলা ও জেলা লোকমোর্চার সদস্যবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment