সুন্দরবনে র‌্যাবের বন্দুকযুদ্ধে নিহত ২

 

স্টাফ রিপোর্টার: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালায় ৱ্যাবের সাথে বন্দুকযুদ্ধে দু যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- আলমগীর (৩৪) ও রিপন (৩১)। ৱ্যাবের দাবি, নিহতরা বনদস্যু মাইঝ্যা বাহিনীর সদস্য। গতকাল রোববার ভোর সোয়া ৫টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে ৱ্যাব।

ৱ্যাব-৮’র অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে মাইঝ্যা বাহিনীর উপবাহিনী প্রধান আলমগীরসহ তার বাহিনী সদস্যরা অবস্থান করছেন। এমন সংবাদে ৱ্যাবের একটি টিম সেখানে অভিযানে যায়। এ সময় মাইঝ্যা বাহিনীর বনদস্যু সদস্যরা ৱ্যাবকে লক্ষ্য করে গুলি করে। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে মাইঝ্যা বাহিনীর উপবাহিনী প্রধান আলমগীর ও তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ৱ্যাবের এ কর্মকর্তার দাবি, এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুটি রাইফেল, দশটি দেশি-বিদেশি বন্দুক এবং একশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।