চুয়াডাঙ্গায় জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের উদ্যোগে সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ে ৬ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সেসিপ’র সহায়তায় ৬ দিনের এ প্রশিক্ষণে জেলার স্কুল-মাদরাসার ২শ শারীরিক শিক্ষার শিক্ষক প্রশিক্ষণের সুযোগ লাভ করবেন বলে জানান চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ শিক্ষক প্রশিক্ষণ গতকাল রোববার সরেজমিনে পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার। উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ট্রেনিং কোঅর্ডিনেটর সোহেল আহম্মেদ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) রকিবুল ইসলাম এবং সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফজলুল হক মালিক লোটন, ফিরোজ আহম্মেদ, মহসিন কামাল ও আনারুল ইসলাম।