তামিমের সাথে খারাপ আচরণের জন্য ইমরানকে তিরস্কার

স্টাফ রিপোর্টার: ঢাকা টেস্টে তামিম ইকবালকে আউট করে বুনো উচ্ছ্বাস দেখিয়ে শাস্তি পেয়েছেন ইমরান খান। পাকিস্তানের এ পেসারকে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি। ঢাকা টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে আউট করেছিলেন ইমরান। এরপর তামিমকে আক্রমণাত্মকভাবে বিদায় নিতে বলেন তিনি। একদিন হাতে রেখে গত শনিবার ঢাকা টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানে হারায় পাকিস্তান। আইসিসি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাঠের দু আম্পায়ার আর তৃতীয় আম্পায়ার ইমরানের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি ইমরান মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এ ধরনের ‘লেভেল ওয়ান’ এর অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি তিরস্কার আর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা। এর আগে খুলনা টেস্টে বিবাদে জড়ানোয় সাকিব আল হাসান ও ওয়াহাব রিয়াজকে ম্যাচ ফির ৩০ শতাংশ করে জরিমানা গুনতে হয়।

Leave a comment