স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে যৌতুকের দাবিতে অসহায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে প্রকাশ, চাপাতলা গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে রুনার গত দেড় বছর আগে ভবনগর গ্রামের রেবাজুল ইসলামের ছেলে আকমল হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর যৌতুক হিসাবে ৭০ হাজার টাকা দেয়া হয়। তারপরও আরো টাকার জন্য মেয়েটিকে মারধোর করে আসছিলো। গত ৭ মে আকমল রুনাকে বেদম মারপিট করে। স্বামীর নির্যাতন সইতে না পেরে মেয়েটি কীটনাশক পানে আত্মহত্যা করে।
মেয়ের ভাই জসিম উদ্দিন জানান, তার বোনকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, মেয়েটির শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। যে কারণে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।