স্টাফ রিপোর্টার: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শারমিন আক্তার (৩০) নামে এক মা তার যমজ দু শিশুকে হত্যা করেছেন। গতকাল শনিবার বেলা ২টার দিকে উপজেলার ভুতুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় মা শারমিন আক্তারকে আটক করেছে। তিরি ওই এলাকার সেলিম খানের স্ত্রী।
নিহত যমজ দু শিশু হলো- আয়েশা আক্তার (৩) ও মরিয়ম আক্তার। বাবুগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, বাড়ির পার্শ্ববর্তী একটি বাগানে দু শিশুকে হত্যার পর মা শারমিন আক্তার আত্মহত্যার চেষ্টা চালায়।
বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে থানার খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। একই সাথে নিহত দু শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, শারমিন আক্তার মানসিক রোগী। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারিয়ে ফেলায় শিশু দুটিকে হত্যা করেছেন। তবে কীভাবে হত্যা করেছেন সে বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি পুলিশ।