স্টাফ রিপোর্টার: নরসিংদী-৩ (নরসিংদী-শিবপুর) আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার মেয়ের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে পদদলিত হয়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। শিবপুর উপজেলার বাজনাব আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দুপরে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফজলু মিয়া (৬০)। তার বাড়ি শিবপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামে। তিনি নিমন্ত্রিত অতিথি ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। জানা গেছে, নরসিংদী- শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার মেয়ের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে ১০ হাজারের অধিক আমন্ত্রিত অতিথি ওই স্কুলমাঠে উপস্থিত হয়। এ সময় ভিড়ে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। বিয়েতে আসা আমন্ত্রিত অতিথিরা জানান, এ খবর অনুষ্ঠানস্থলে ছড়িয়ে পড়লে অতিথিরা অনেকেই না খেয়ে চলে যায়। অনুষ্ঠান উপলক্ষে শিবপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিলো।