সালমান খানের সাজা স্থগিত

মাথাভাঙ্গা মনিটর: বলিউড তারকা সালমন খানের বিরুদ্ধে দেয়া কারাদণ্ডের রায় স্থগিতের নির্দেশ দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মুম্বাই হাইকোর্টে সালমানের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের শুনানি শুরু হয়। সালমানের আইনজীবীরা প্রশ্ন তোলেন, ঘটনার দিন গাড়িতে চারজন থাকলেও, এদের মধ্যে একজনকে জেরা করেনি পুলিশ। এমনকি ঘটনার দিন চালকের আসনে সালমান ছিলেন, তাও প্রমাণিত নয় বলে দাবি করেন তারা। সরকারি আইনজীবীর দাবি, গাড়িতে তিনজনই ছিলেন। বিচারক সালমানের আইনজীবীদের প্রশ্ন করেন, আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে না তো? জামিনের শুনানি চলছে, জেল যাওয়ার প্রসঙ্গ উঠছে কেন, সরকারি আইনজীবীর কাছেও প্রশ্ন তোলেন বিচারক। শুনানি শেষে বিচারক তার আদেশে বলেন, সালমানকে দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে হবে। তবে হাইকোর্টে মামলা চলাকালীন জামিনে মুক্ত থাকবেন তিনি। এদিকে আজ শনিবার থেকে আদালতে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে। তাই মামলার পরবর্তী শুনানি হবে ৭ জুন। শুনানিতে সালমান খান উপস্থিত ছিলেন না। জামিনের জন্য ৩০ হাজার রুপি জামানত নেয়া হয়েছে। আদালত আরও জানান, জামিনে থাকাকালে এ তারকা আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন। ১৩ বছরের পুরোনো এ মামলায় বুধবার মুম্বাইয়ের দায়রা আদালত সালমানকে ৫ বছরের কারাদণ্ড দেন। এরপর তিনি হাইকোর্ট থেকে দু দিনের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন।