টিপ্পনী

খবর:(গাংনীতে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের বোমা নিক্ষেপ)

ফেনসিডিলের ব্যবসা ভালো

ব্যবসা ভালো গাঁজার,

দিনে দিনে হচ্ছে চড়া

সব মাদকের বাজার।

 

চাইলে মেলে হাতের মুঠোয়

মদ হেরোইন কোকেন,

কতো সাহেব আগাগোড়া

নেশার চুরুট ফোঁকেন।

 

মাদক মাদক শুধু মাদক

মাদক চেনে পুলিশ,

বখরা তোলে তুলুক ওরা

এই কথা ক্যান তুলিস?

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment