এক ভারতীয়সহ দু বাংলাদেশি নাগরিক আটক

দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রেবেশকালে বিজিবির অভিযান

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পুজু বিশ্বাস (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের চাপড়া থানার মহাখোলা গ্রামের মৃত মাখন বিশ্বাসের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৯২/১-এস মেন পিলার থেকে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর গ্রামের এক খেজুর বাগানের মধ্য থেকে মুন্সিপুর বিওপির টহল দল ওই ভারতীয় নাগরিককে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৩শ ভারতীয় রুপি উদ্ধার হয়। এর আগে বিকেল ৫টার দিকে মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৯২/১-এস মেন পিলারের নিকট দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খোলিয়া গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে কুদ্দুস (৪২) এবং একই গ্রামের সিরাজের ছেলে সফিকুল ইসলামকে (৪৫) মুন্সিপুর বিওপির টহল দল আটক করে। এ সময় ওই দুজনের কাছ থেকে মোট ৪ হাজার ২০ ভারতীয় রুপি উদ্ধার হয়। এ ঘটনায় মুন্সিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার শাহ আলম বাদী হয়ে আটক ওই ৩ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরপূর্বক রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। বিষয়টি গতকাল রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবিএম পরিচালক এসএম মনিরুজ্জামান।