এসএসসির ফল ৩০ বা ৩১ মে

স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল এ মাসের শেষ দিকে প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চলতি মাসের শেষ দিকে ফল প্রকাশের প্রস্তুতি নেয়া হচ্ছে। ৩০ বা ৩১ মে ফলাফল প্রকাশিত হবে বলে এ দিন সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ৩১ মে রোববারই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন, সে দিন ফল প্রকাশ করা হবে। গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি জোটের হরতালের কারণে একটি পরীক্ষাও নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়নি। হরতালে ১৬ দিনে মোট ৩৬৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। এসব পরীক্ষা শুক্র ও শনিবার নেয়া হয়। সর্বশেষ গত ৩ এপ্রিল শেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
হরতালে ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে শেষ করা হয়। এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।