বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ

চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ খুলনা বিভাগের সর্বত্র ও রাজশাহী বিভাগের কিছু অংশে তীব্র খরা

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ খুলনা বিভাগের সবত্র ও রাজশাহী বিভাগের কিছু অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এর প্রভাবে ওষ্ঠাগত প্রাণিকূল। ভ্যাপসা গরমে স্বাভাবিক জীবযাত্রা ব্যাহত হচ্ছে। আবহওয়া অধিদফতর পূর্বাভাসে বলেছে, তাপপ্রবাহ রাজশাহী ও বরিশাল বিভাগের সর্বত্রেই তা বিস্তার লাভ করতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৮ দশমিক ৫। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো সৈয়দপুরে ২৩ দশমিক ৫। চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ ৩৭ দশমিক ৭ এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ভ্যাপসা গরমে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডায়রিয়ারও প্রার্দুভাব দেখা দিয়েছে। ভ্যাপসা গরমে বেশি বেশি করে পানি পানের পরামর্শ দেয়ার পাশাপাশি প্রয়োজনে স্যালাইন খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘরাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ রাজশাহী, পাবনা ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রাজশাহী ও বরিশাল বিভাগের অবশিষ্ঠাংশে তা বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।