ব্যাংক ডাকাতিতে অংশ নেয় ১০ জন

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতিতে অংশ নিয়েছিলো ১০ ডাকাত। এরা সবাই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। মূলত ব্যাংক ডাকাতি করে তহবিল সংগ্রহ করাই ছিলো তাদের উদ্দেশ্য। এ ১০ ডাকাতকে শনাক্ত করার দাবি করেছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ সোমবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর এলাকা থেকে জসিম উদ্দিন ওরফে আসাদকে (৩০) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসাদই নিজ হাতে ব্যাংক ম্যানেজারকে ছুরিকাঘাত করেছিলো। গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

তিনি জানান, গ্রেফতার হওয়া জসিম উদ্দিন ব্যাংক ম্যানেজারকে ছুরিকাঘাত করে খুন করে। পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে ধাওয়া করলে সেখানে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে। এ সময় সহযোগীদের ছোড়া বোমার স্প্লিন্টার ও গুলি তার পায়ে লাগে। রক্তমাখা অবস্থায় একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে সে আশুলিয়ার শ্বশুরবাড়িতে আশ্রয় নেয়। সেখানে দু দিন অবস্থানের পর সে পালিয়ে মানিকগঞ্জের দৌলতপুর ফুফুর বাড়িতে আত্মগোপন করে। সোমবার রাতে সেই ফুফুর বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়।

Leave a comment