কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলে শ্রমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে এমডির কার্যালয় ঘেরাও

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলে শ্রমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে শ্রমিক-কর্মচারীরা মিলের এমডির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এমডিকে ঘেরাও করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। মিলের সিবিএ সভাপতি রবিউল ইসলাম নবী জানান, ৭৮ জন শ্রমিক দীর্ঘ ১২ বছর ধরে চুক্তিভিক্তিক কাজ করে আসছে আজ তাদের চাকরি স্থায়ীকরণের জন্য ঢাকা থেকে ৩ সদস্যের একটি নিয়োগ কমিটি নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে কিন্তু নিয়োগ চূড়ান্ত না করে বাইরে থেকে শ্রমিক নিয়োগের জন্য টালবাহানা শুর করেছে এমডি দেলাওয়ার হোসেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ফুঁসে উঠেছেন। এ সময় শ্রমিকরা এমডি কার্যালয় ঘেরাও করে স্লোগান দিতে থাকে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুষ্ঠু নিয়োগের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a comment