গাংনী খাদ্য গুদামে গম কেনা শুরু : কর্মকর্তাদের পরিদর্শন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর খাদ্য গুদামে অবশেষে গম কেনা শুরু হয়েছে। কয়েক দিনের নানা জটিলতার পর গতকাল মঙ্গলবার বেলা এগারটার দিকে গম কেনা শুরু হয়। প্রকৃত চাষিরা যাতে গম বিক্রি করতে পারে সে দিকে সজাগ দৃষ্টি রয়েছে বলে জানান জেলা প্রশাসক। অপরদিকে গম বিক্রির বিষয়টি কৃষকের বড় জয় বলে আখ্যায়িত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সম্প্রতি গম কেনা শুরু হলেও স্থানীয় দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনায় ক্রয় কার্যক্রম সাময়িক বন্ধ রাখে প্রশাসন। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মাইকিং করে চাষিদের গম বিক্রির আহ্বান জানান। গত সোমবার সকালে খাদ্য গুদামে গম নিয়ে যান কৃষকরা। কিন্তু গম কেনা না হলে বিপাকে পড়েন কৃষকরা। খাদ্য গুদাম চত্বরে বস্তাভর্তি গম রাখা ছিলো। উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তিন এমপি, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যকার ওই বৈঠকে গতকাল থেকে গম কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে গাংনী খাদ্য গুদামে গম ক্রয়কেন্দ্র পরিদর্শনে যান মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন ও পুলিশ সুপার হামিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মহিলা এমপি সেলিনা আখতার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, গাংনী থানার ওসি আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সহসভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর নবির উদ্দীন, আওয়ামী লীগ নেতা হাজি মহসিন আলীসহ উভয়পক্ষের নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বলেন, গম সরকারি নীতিমালা অনুযায়ী স্থানীয় গমচাষিদের কৃষিকার্ড অনুযায়ী বিক্রি করতে পারবেন। একজন চাষি সর্বোচ্চ তিন টন পর্যন্ত বিক্রি করতে পারবেন। পুরাতন ও বাইরের কোনো গম গুদামে ঢুকবে না।

প্রকৃত কৃষকরা যাতে নায্যমূল্যে গম বিক্রি করতে পারে সেজন্য যা যা করা দরকার তা-ই করা হবে বলে জানান জেলা প্রশাসক মাহমুদ হোসেন। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেন, কৃষকের বাইরে কোনো গম কেনা হবে না। গম কেনাকালে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা কিংবা বেআইনি কিছু করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি করেন তিনি।