মাগুরা-১ আসনে উপনির্বাচন ৩ জনের প্রার্থিতা বাতিল

 

স্টাফ রিপোর্টার: মাগুরা-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে সোমবার ৩ স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী এটিএম মহব্বত আলী, অ্যাড. মাহবুবুল আকবর কল্লোল ও মুহাম্মদ নাঈম হাসান। মোট ভোটারের ১ ভাগ স্বাক্ষর জমা দেয়ার কথা থাকলেও সেগুলো সঠিক না থাকায় এ মনোনয়ন বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্র জানা গেছে।

গত ২০ এপ্রিল এ নির্বাচনের তফশিল ঘোষিত হয়। ৩০ এপ্রিল মনোনয়ন সংগ্রহ ও জমাদান এবং ৪ মে বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা নির্বাচন অফিসার আহম্মদ আলী। আগামী ১২মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৩০ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নিয়ে ৩০ মে অনুষ্ঠেয় উপনির্বাচনে এ আসনে প্রার্থী থাকলেন ৫ জন। এরা হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা, বিএনএফ এর জেলা সাধারণ সম্পাদক কেএম মোতাসিম বিল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম ও স্বতন্ত্র প্রার্থী মাগুরা পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়।

উল্লেখ্য, ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে পরপর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ রেডক্রিসেন্ট চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি শূন্য হয়। মাগুরা সদরের ৯ টি ও শ্রীপুর উপজেলা ৮ টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদে-৯১ মাগুরা-১ আসন গঠিত। এখানকার মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৫৫। পুরুষ ১ লাখ ৬০ হাজার ৭২৩। মহিলা ভোটার ১ লাখ ৬৩ হাজার ৩৩২। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪০টি।