ঝিনাইদহের মধুহাটি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে ক্লাস চলছে খোলা আকাশের নিচে

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে ক্লাস করছে ছাত্রছাত্রীরা। এতে করে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভোগান্তির সম্মুখিন হতে হচ্ছে। অল্প কিছু ছাত্রছাত্রী নিয়ে ১৯৯৪ সালে মধুহাটি স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের জমি দান করেন ওই এলাকার দানশীল ব্যক্তি হাজি সজনের মণ্ডল। বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা প্রায ৪শ। প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, গত বছর কালোবোশেখি ঝড়ে টিনশেড লণ্ডভণ্ড হয়ে যায়। শ্রেণিকক্ষের অভাবে ছাত্রছাত্রীদের খোলা আকাশের নিচে ক্লাস নিতে হয়।