মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর যুবউন্নয়ন ক্লাবের উদ্যোগে আলোচনাসভা শেষে স্বেচ্ছায় রক্তদান কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শ্যামপুর গ্রামের রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে ওই কমিটি গঠন করা হয়ে।
আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছা সেবক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মতিয়ার রহমান মতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানা স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন। বক্তব্য রাখেন আলমগীর হোসেন, ইব্রাহিম হোসেন, বোকুল হোসেন, সাগর প্রমুখ। পরে মুর্শিদ আলীকে সভাপতি, মছের আলীকে সাধারণ সম্পাদক ও ইব্রাহিম হোসেনকে সাংগাঠনিক সম্পাদক করে ৮০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছায় রক্তদান কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন চান্দু মিয়া।