মহেরপুর অফিস: মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে শিশুদের খেলাকে কেন্দ্র করে দু ভাইয়ে মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন- মৃত গোলাম গোলাম শেখের স্ত্রী আলেযান খাতুন (৬৫), বড় ছেলে আমানুল ইসলাম (৫০) ও ছোট ছেলে মাহাতাব (৩৫), আমানুল ইসলামের ছেলে আজাবুল ইসলাম (১৮), স্ত্রী শরিফা খাতুন (৩৫) ও ইয়াসিন আলী (৩০)। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাহাতাব জানান, গতকাল রোববার বিকেলে বাড়ির পাশে আমার ছেলে ও বড় ভাইয়ের ছেলে খেলা করার সময় মারামারি করে। পরে বড় ভাবী ও আমার স্ত্রীর সাথে হাতাহাতি হয়। সন্ধ্যার সময় আমার বড় ভাই ও তার ছেলে আমারদের বাড়িতে আমার ওপর হামলা চালায়। এতে সংর্ঘষ বেধে যায়। এ সময় ছোট ভাই ইয়াসিন সংর্ঘষ ঠেকাতে এলে সে আহত হয়। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।