মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পোড়াদাহ গ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আব্দুল কাদের (৬০) নামের এক ব্যক্তির জিহ্বা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ মুন্সীর ছেলে। পোড়াদাহ গ্রামের মান্নান ও হাসেম জানান, রোববার ভোরে মাঠে কাজ করতে যাওয়ার সময় খলশিদুর্গাপুর মাঠে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল কাদেরের মেয়ে খালেদা আক্তার জানান, তার পিতাকে টাকা-পয়সা সংক্রন্ত ব্যাপারে গত শনিবার বিকেলে ফোন করে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে বাবাকে আর পাওয়া যাচ্ছিলো না পরে রোববার সকালে গ্রামবাসীরা মাঠে কাজে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, পোড়াদাহ গ্রামের আব্দুল কাদেরকে গতকাল শনিবার বিকেলে কে বা কারা মোবাইলফোনে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল রোববার সকালের দিকে তাকে পোড়াদাহ গ্রামের খালপাড়ে এলাকাবাসী পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওসি আরো জানান, এলাকাবাসীসূত্রে তিনি জানতে পেরেছেন তার জিহ্বা কেটে ফেলা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।