আলমডাঙ্গা পাঁচলিয়ার অবসরপ্রাপ্ত সার্জেন্ট সোহরবের ইন্তেকাল : রাস্ট্রীয় মর্যাদায় দাফন

আলমডাঙ্গা ব্যুরো: স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন আলমডাঙ্গার পাঁচলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট সোহরব হোসেন আন্টু (ইন্না………রাজেউন)। গতকাল শনিবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়। নওদা পাঁচলিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন বিশ্বাসের বড় ছেলে সোহরব হোসেন আন্টু প্রায় ৮ বছর আগে সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন। গত শুক্রবার রাতে এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রাত সাড়ে ১০টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। বিকেল ৪টায় যশোর সেনানিবাসের একটি চৌকস সেনা দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সিনিয়র ওয়ারেন্ট অফিসার আজিরুল ইসলামের নেতৃত্বে ইস্টবেঙ্গল রেজিমেন্টের অন্য সঙ্গীয় ফোর্স গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে মা, স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।