আলমডাঙ্গা ব্যুরো: ‘শান্তি সুন্দর পৃথিবীর জন্য স্কাউট’ এ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় ৩ দিনব্যাপি আনুষ্ঠানিকভাবে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ ২০১৪’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। শুক্রবার বিকেলে আলমডাঙ্গা বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশে উপজেলা নিবার্হী অফিসার আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক উপজেলা স্কাউটের কমিশনার ইয়াকুব আলি মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ক্যাম্প চিফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা স্কাউটের সম্পাদক রবিউল ইসলাম খান, জেলা স্কাউটের সম্পাদক রেজাউল হক, বিআরডিব চেয়ারম্যান মহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন। ইউনিট লেডার বেলাল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য শেখ আ. জব্বার, জেলা স্কাউট কমিশনার ওয়ালিউল্লাহ সিদ্দিকী, আলমডাঙ্গা আলিম মাদরাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, খুলনা অঞ্চলের সহকারী ট্রেনার লিডার আব্দুল হান্নান, প্রভাষক রোকনুজ্জামান ডাব্লিউ, উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল ওয়াহেদ, স্কাউট লিডার মানোয়ার হোসেন প্রমুখ।