চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারীর অদূরে বাঁশঝাড় : ঘটলো বিপত্তি
স্টাফ রিপোর্টার: সড়কের ওপর হেলে পড়া আগাকাটা বাঁশের মাথা গেঁথে করিমন আরোহী চুয়াডাঙ্গা মোমিনপুর নওদাপড়ার আফজাল হোসেন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় মাছ বিক্রি করে করিমনযোগে বাড়ি ফেরার পথে বোয়ালমারীর অদূরে এ দুর্ঘটনা ঘটে।
আফজাল হোসেন মোমিনপুর নওদাপাড়ার রসুল হোসেনের ছেলে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই মারা গেছে। এ কথা শুনে সাথে থাকা লোকজন দ্রুত মৃতদেহ সরিয়ে নেয়। এতে সন্দেহ দানা বাঁধে। অবশ্য সংশ্লিষ্টরা বলেছে, পুলিশি ঝামেলা এড়াতেই মৃতদেহ হাসপাতাল থেকে দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করে।
করিমনচালক একই গ্রামের ইলান ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছে, চুয়াডাঙ্গা মাছের আড়ত পট্টিতে মাছ বিক্রি করে আমরা ফিরছিলাম। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী গ্রামে প্রবেশের আগেই রয়েছে বাঁশঝাড়। এ ঝাঁড়ের বাঁশ হেলে রাস্তার ওপর পড়েছে। তার আগা কেটে দেয়ায় তা ভয়ঙ্কর আকারে রয়েছে। ওই স্থান অতিক্রমের সময় আফজাল হোসেনের গলায় বাঁশের সূঁচালো মাথা গেঁথে যায়। সাথে সাথে করিমন ঘুরিয়ে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আফজাল হোসেন ছিলেন অবিবাহিত। গতকাল বিকেলেই তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। তিন ভাই ও এক বোনের মধ্যে আফজাল ছিলেন সকলের ছোট।