দামুড়হুদার মুন্সিপুর ও মদনা সীমান্তে বিজিবির পতাকা বৈঠক

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মদনা এবং মুন্সিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকা বৃহস্পতিবার সকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন মুন্সিপুর বিওপি কমান্ডার হাবিলদার মো. তোতা মিয়া, মদনা বিওপি কমান্ডারমোকলেছুর রহমান এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ কৃষ্ণপুর কমান্ডার ইন্সপেক্টর আরকে সিং ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের হাটখোলা ক্যাম্প কমান্ডার সানাদাত।

Leave a comment