মেহেরপুর অফিস: হেরোইন রাখার অভিযোগ প্রমাণ হওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামের বাবু নামের এক মাদকব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার মেহেরপুরের জেলা ও দায়রা জজ রবিউল হাসান এ দণ্ড দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুন মেহেরপুর সদর থানার এসআই জিহাদ গোপন সংবাদ পেয়ে গাংনী উপজেলার কাথুলী গ্রাম থেকে সেকেন্দার আলীর ছেলে বাবুকে আটক করে থানায় নেয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়। প্রাথমিক তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। পরে মামলার মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি বাবু দোষী প্রমাণিত হওয়ায় বিচারক ওই রায় দেন। মামলায় সরকার পক্ষের কৌসুলি ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষের কৌশলী ছিলেন অ্যাড. মোখলেছুর রহমান স্বপন।