সরকারি বালিকা ও ঝিনুক বালিকার ২০ ছাত্রী ইয়েসকার্ড পেলো

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আই-জেন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি বালিকার প্রায় ৬শ এবং ঝিনুক বালিকার ৩শ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে ২০ জনকে ইয়েসকার্ড দেয়া হয়। সকাল নয়টায় ঝিনুক বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক রেবেকা সুলতানা উৎসবের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি। শুভেচ্ছা বক্তব্য রাখে সিনিয়র সাংবাদিক এনটিভি চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম। দুপুর ১২টার দিকে সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুন্নাহার উৎসবের উদ্বোধন করেন। ৬শ ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। মিলনায়তনে স্থান সংকুলান না হওয়ায় বিদ্যালয়ের বাগানে উদ্বোধন অনুষ্ঠিত হয়। এরপর মিলনায়তনসহ তিনটি কক্ষে পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষা শেষে মিলনায়তনে ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। বন্ধুসভার সদস্যরা গোটা আয়োজনে সহযোগিতা করেন। আয়োজনটি সমন্বয় করেন প্রথম আলো বন্ধুসভার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল ওহাব। প্রেসবিজ্ঞপ্তি।