আলমডাঙ্গায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পাঠ্যাভাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল বিদ্যালয়ের পিটিএ ও এমসি কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সহকারী গ্রন্থাগারিক উপস্থিত ছিলেন।

আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু, জেলা জাসদের আহ্বায়ক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, অধ্যক্ষ আব্দুস সাত্তার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রগ্রাম কোঅর্ডিনেটর প্রদীপ কুমার পাল।

আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জিয়াউল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা, হারদী মীর শামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক মতিয়ার রহমান, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি প্রমুখ।