মাথাভাঙ্গা মনিটর: নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর মঙ্গলবার পাকিস্তানের ভূ-কম্পন অনুভূত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন প্রদেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প হয়। পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, তাজাকিস্তানের সীমান্তবর্তী হিন্দুকুশ পর্বতমালায় ১৪৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। খাইবার পাখতুনের মালাকান্দ, সোয়াত, উচ্চ ও নিন্ম দির জেলায় এ ভূকম্পন অনুভূত হয়। তবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ২০০৫ সালে পাকিস্তানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৭৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।