আফগানিস্তানে ভূমিধসে ৫২ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে ভূমিধসে অন্তত ৫২ জন নিহত হয়েছে। তাজিকিস্তান সীমান্তবর্তী বাদাখশান প্রদেশের খাওহান জেলায় ভূমিধসে এই হতাহতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন বলে জানানো হয়েছে। প্রত্যন্ত এ প্রদেশটি দেশটির দারিদ্রপীড়িত এলাকাগুলোর মধ্যে অন্যতম। পর্বতের বরফ গলার কারণে প্রায়ই এখানে ভূমিধসের মতো ঘটনা ঘটে। প্রদেশটির গভর্নর ওয়ালিউল্লাহ আবেদ জানিয়েছেন, ধসের ঘটনাটি একটি প্রত্যন্ত এলাকায় ঘটেছে। এটি রাজ্যটির রাজধানী ফায়জাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে। সেখানে যাওয়ার একমাত্র পথটি বরফে ঢেকে রয়েছে। এখন সেখানে পৌঁছানোর একমাত্র উপায় হেলিকপ্টার। এর আগে গত বছর মে মাসে একই এলাকায় অপর এক ভূমিধসে প্রায় সাড়ে তিনশ মানুষ নিহত হয়েছিলো।