দৌলাতদিয়াড় থেকে উদ্ধারকৃত মোটরসাইকেলটির হদিস নেই?

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় থেকে উদ্ধারকৃত একটি হাঙ্ক মোটরসাইকেলের হদিস মিলছে না। কয়েকদিন আগে দিবালোকে শহরপুলিশ টিএসআই আবুল খায়ের ও ডিবির এক দারোগা মোটরসাইকেলটি দৌলাতদিয়াড় বিএডিসি গোডাউনের সামনে থেকে উদ্ধার করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এ তথ্যের ভিত্তিতে গতকাল সদর থানা, ডিবিসহ সংশ্লিষ্ট দফতরসমূহে ওই মোটরসাইকেলের তথ্য নিতে গেলে তা পাওয়া যায়নি। কে উদ্ধার করেছেন, কোথা থেকে উদ্ধার হয়েছে, কার মোটরসাইকেল এরকম অনেক প্রশ্নের মধ্যেই থেকে যায় চড়ামূল্যের মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি। সূত্র বলেছে, মোটরসাইকেলটির কাগজপত্র না থাকায় মালিকপক্ষ তার দাবিও করতে পারছে না। কাগজপত্র নেই কেন? এ প্রশ্নের জবাব খুঁজতে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। মোটরসাইকেলটি ভারত থেকে পাচার করে আনা। এ ধরনের মোটরসাইকেলকে টানা মোটরসাইকেল বলা হয়। বেশ কিছুদিন আগে একইভাবে একই ধরনের মোটরসাইকেল উদ্ধারের পর তারও আর হদিস মেলেনি। কয়েক দিন আগে উদ্ধারকৃত হাঙ্কেরও কি একই দশা? জবাব জানতে চান অনেকে।