আলমডাঙ্গার বাঁশবাড়িয়ার ৫ বিঘা জমির মেহগনি গাছ কেটে দেয়ার অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: চাঁদার টাকা না পেয়ে রাতে আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের দু কৃষকের ৫ বিঘা জমির প্রায় ১ হাজার মেহগনি গাছের চারা কেটে দিয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন গাছমালিক।

জানা গেছে, আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের ভাদু মণ্ডলের ছেলে সমির মণ্ডলের নিকট জনৈক ব্যক্তি নিজেকে চরমপন্থি দলের নেতা মুকুল দাবি করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এ বিষয়ে গত ৮ মার্চ আলমডাঙ্গা থানায় জিডি করেন সমির মণ্ডল। জিডি করার ঘটনায় গত ১১ মার্চ আপস-মীমাংসার ব্যর্থ চেষ্টা চলে। আপস সম্ভব না হলে চাঁদাবাজদের সাথে বিরোধ আরও জোরালো হয়ে ওঠে। গত সোমবার রাতে অজ্ঞাত চাঁদাবাজচক্র সমির মণ্ডলের ভাই লিহাজ উদ্দীন কালুর আড়াই বিঘা জমিতে রোপণকৃত প্রায় ৩ বছর বয়সী ৫শ মেহগনি গাছের চারা কেটে দিয়েছে। তারা একই সময়ে পার্শ্ববর্তী জমি অর্থাৎ একই গ্রামের মৃত আতাহার আলীর ছেলে রবিউল ইসলামেরও আড়াই বিঘা জমির ৫শ মেহগনি গাছের চারা কেটে দিয়েছে। এ ঘটনায় বাঁশবাড়িয়ার মৃত সাবান আলীর ছেলে মহাবুল, মৃত ফয়জদ্দীনের ছেলে সিবাদ ও মৃত হাউসের ছেলে আলমসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।