রাতেই পুলিশের সহায়তায় জালভোটের অভিযোগ : কেন্দ্রে গোলযোগ

স্টাফ রিপোর্টার: তিন সিটি নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি কেন্দ্রে পুলিশের সহায়তায় জালভোট দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফরোজ হাবিবের ভাই ব্রিগেডিয়ার (অব.) রেফায়েতউল্লাহসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। গতরাত ১০টার দিকে কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গোলযোগের খবর শুনে ওই কেন্দ্রে বিজিবি সদস্যরাও দ্রুত সেখানে হাজির হন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আফরোজ হাবিব বলেন, কালাচাঁদপুর ভোটকেন্দ্র দখল করে জাকির হোসেন বাবুলের সমর্থকরা ব্যালটে সিল মারছিলো। এ সময় আমার সমর্থকরা এসে প্রতিবাদ করেন। এখান থেকে আমার বড়ভাই সহ আটজনকে অবৈধভাবে আটক করে পুলিশ। কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা জুবাইদা খানম জানান, বহিরাগত সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় জাল ভোট মারছে এ ঘটনা জানতে পেরে আমরা স্থানীয়দের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলি।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে সাদা পাজামা-পাঞ্জাবি পরা রেফায়াত উল্লাহকে থানায় নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, আমি প্রতিবাদ করেছি তাই আমাকে গ্রেফতার করা হয়েছে। গুলশান থানার ডিউটি অফিসার এএসআই মোস্তাফিজ কেন্দ্রে গণ্ডগোলের বিষয় ও সেখান থেকে ৮-১০ জন আটকের বিষয় স্বীকার করেছেন। তবে তিনি গণ্ডগোলের কারণ ও আটকদের নাম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাতে পারেননি।

এই ওয়ার্ডে (১৮) আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন বাবুল। কালাচাঁদপুর কেন্দ্রে গোলযোগ হওয়ার পর অনন্ত চার প্লাটুন পুলিশ স্কুলের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছে। এখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা গণমাধমকর্মী বা অন্য কাউকে স্কুলের ভেতরে প্রবেশ করতে দেননি। এদিকে গুলশান থানার ভেতরেও সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়।

Leave a comment