লিসে ২০ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার বুইচিতলা গ্রামের মাঠে আপত্তিকর অবস্থায় বেরসিক জনতার হাতে এক কিশোর-কিশোরী আটক হয়েছে। গ্রাম্য সালিসে ছেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ৮ম শ্রেণির মাদরাসার ছাত্র আকাশ ও একই গ্রামের দিনমুজরের ৭ম শ্রেণির ছাত্রীর সাথে দু বছর ধরে প্রেমসম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে গত রোববার রাত ৮টার দিকে গ্রামের বাঁশবাগান মাঠে মাদরাসাছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে যায়। দুজনে অসামাজিক কাজে লিপ্ত হলে বেরসিক জনতা দুজনকে হাতেনাতে ধরে ফেললেও কৌশলে আকাশ পালিয়ে যায়। গতকাল সোমবার সকালে গ্রাম্য সালিস বৈঠক হয়। বৈঠকে আকাশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা কে পাবে তা জানা যায়নি।