টিপ্পনী

 

খবর:(আলমডাঙ্গায় হায় হায় কোম্পানি খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ)

বাপের টাকা শেষ করেছো

বেশ করেছো বেশ করেছো

পরের টাকায় লোভ কেন তোর

ধনী হওয়ার খায়েশ?

হারামি বদমায়েশ!

 

ভালোই বাবা নাম কিনেছো

গরিব লোকের ঘাম কিনেছো

ফাঁদে ফেলে খাঁদে ফেলে

দিলে তুমি যা বাঁশ,

যমের বেটা শাবাশ!

 

তবিল পকেট খুব ভরেছো

সুযোগ বুঝে মাল ধরেছো

শিখলে অনেক টাকার খেলা

করলে ভাউতাবাজি;

তুমি কাজের কাজি!

-আহাদ আলী মোল্লা