মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই পাকিস্তান দল ও কোচের মুণ্ডুপাত করতে থাকেন দেশটির ক্রিকেট কিংবদন্তীরা। এ সেই তালিকায় যোগ দিয়েছেন আরেক কিংবদন্তী জহির আব্বাস। তিনি বলেছেন, সে অনেক বড় ক্রিকেটার হলেও কোচ হিসেবে ভালোটা দিতে ব্যর্থ হয়েছে এবং তার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেয়া উচিত। উত্তরসূরিদের কড়া সমালোচনা করে জহির আব্বাস বলেন, আমার জীবনে জাতীয় দলের এমন মেরুদণ্ডহীন পারফরম্যান্স দেখিনি।
তিনি বলেন, যেভাবে আমরা বাংলাদেশের কাছে হেরেছি, তার জন্য কোনো অজুহাত নেই। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য দুঃখজনক। আমাদের খেলোয়াড়রা যে এতো জঘন্য খেলবে, তা আমি কখনও কল্পনা করিনি।