ভাণ্ডারিয়ায় সরকারি কলেজ শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের ভাণ্ডারিয়া সরকারি কলেজের শিক্ষক মোনতাজ উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনারের সামনে গতকাল রোববার বেলা সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩০ মিনিটব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এছাড়া পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন দুটি কলেজের শিক্ষকরা।

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে দুটি কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রহমত আলী বিশ্বাস, আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান ও সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমানসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তরা সরকারি দু কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ইংরেজি প্রথমপত্রের পরীক্ষায় দায়িত্বরত পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) লাঞ্ছিত করেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) কক্ষপরিদর্শকের দায়িত্ব পালনকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুনতাজ উদ্দীনকে স্থানীয় ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে ওই মানববন্ধন করা হয়। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজের সামনে সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনোয়ারুল ইসলাম, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুল আলম, প্রভাষক নুরুল আহমেদ, মুজিবনগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রভাষক আব্দুল আলিমসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বিষয়টি সঠিকভাবে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল এইচএসসি পরীক্ষার হলে দায়িত্বরত অবস্থায় পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসারের হাতে লাঞ্ছিত হন ভাণ্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুনতাজ উদ্দীন।