কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত একজনের কারাদণ্ড

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্য রাখা ও বিক্রির অভিযোগে পান্নু মোল্লা (৪৯) নামের এক মাদকব্যবসায়ীকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা এ আদালত বসিয়ে ওই কারাদণ্ড প্রদান করেন। পান্নু মোল্লা পৌরসভার ফয়লা গ্রামের মৃত মোদাচ্ছের মোল্লার ছেলে। তার কাছ থেকে ১৮ পুরিয়া গাঁজা উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল রোববার দুপুরে উপজেলার নির্বাহী অফিসারের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে পৌর সভার ফয়লা গ্রাম থেকে মাদকব্যবসায়ী পান্নু মোল্লা (৪৯) ১৮ পুরিয়া গাঁজা ও একই গ্রাম থেকে মনিরুল ইসলামকে (৩৫) ৬৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। দুপুর ১২টার দিকে থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাঁজা রাখা ও বিক্রির অভিযোগে পান্নু মোল্লাকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মনিরুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।