স্টাফ রিপোর্টার: বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা অগ্নিকুণ্ডলীতে পরিণত হবে। ভূমিকম্পের তীব্রতায় ঢাকায় মাটির নিচে অপরিকল্পিতভাবে ছড়ানো গ্যাসলাইন ফেটে যাবে এবং বিদ্যুতের তারেও ধরে যাবে আগুন। ফলে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, তা নিয়ন্ত্রণের ক্ষমতা কারও থাকবে না। নগর বিশেষজ্ঞ ও ভূমিকম্প বিশেষজ্ঞরা এমনটাই আভাস দিয়েছেন। এ প্রসঙ্গে স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সিটি করপোরেশনের ব্যর্থতার কারণে ঢাকা এখন ঝুঁকিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে গড়ে উঠছে ভবন। প্রতিটি বাড়িতে বাড়িতে রয়েছে গ্যাসের লাইন। যত্রতত্র বিদ্যুতের লাইন। ফায়ার সার্ভিস বিভাগের সদস্যরা পাচ্ছেন না ভালো ট্রেনিং। ফলে ৬ বা ৭ মাত্রায় ভূমিকম্প হলে উদ্ধারের সেরকম কোনো ব্যবস্থাই থাকবে না। এজন্য এখনই আমাদের আধুনিক প্রযুক্তিনির্ভর সব প্রস্তুতি গ্রহণ করতে হবে। বড় ধরনের কোনো ভূমিকম্প হলে ঢাকা শহরকে পরিত্যক্ত ঘোষণা করা ছাড়া অন্য কোনো পথ থাকবে না।