ফকিরপাড়ায় তিন চাকার বেবি ঠেকানোর সময় পুলিশ কনস্টেবল আহত : থ্রিহুইলার চালক সজল গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বিক্রয় কেন্দ্র থেকে টাকা দিয়ে বৈধভাবে কিনেছি থ্রি-হুইলার। যাত্রী বহনে পুলিশ কেন বাধা দেবে? এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে চলে যাওয়া তিন চাকার বেবি চালক পারভেজ ওরফে সজলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পুলিশ সদস্যকে ধাক্কা মেরে আহত করার ঘটনা ঘটে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের ফকিরপাড়া নামক স্থানে। আর পারভেজকে গ্রেফতার করা হয় বিকেলে।

জানা গেছে, পারভেজ চুয়াডাঙ্গা সদর হাসপাতালপাড়ার নূরুল ইসলামের ছেলে পারভেজ ওরফে সজল গতকাল দুপুরে দামুড়হুদা থেকে যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা অভিমুখে রওনা হয়। ফকিরপাড়া মোড়ের নিকট কয়েকজন পুলিশ সদস্যসহ বাস মালিকদের নিযুক্ত ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়ায়। যাত্রী বহনে বাধা কেন? এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সজল তার থ্রি হুইলার চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তিন চাকার গাড়ি ঠেকাতে গেলে পুলিশ কনেস্টবল শামীমের পায়ে রক্তাক্ত জখম হন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানাকে অবগত করা হয়। থানার এসআই কাজী নাসিরুল ইসলাম গতকালই বিকেলে পারভেজ ওরফে সজলকে গ্রেফতার করে।

Leave a comment