জামিনে মুক্তি পেয়ে গাংনীতে বাদী ও তার লোকজনকে হত্যার হুমকি

মেহেরপুর অফিস: আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বাদী ও তার লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে আসামি পক্ষ। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুরের গাংনী থানায় ৮ জনকে আসামি করে মামলা করেন গাংনী উপজেলার সহগলপুর গ্রামের নাসিম আহমেদ।

নাসিম আহমেদ জানান, গ্রাম্য সালিস অমান্য ও পেশিশক্তি ব্যবহার করে ৭০ বছর ধরে বসবাস ও ভোগ দখল করা জমি দখলের চেষ্টা করায় তিনি বাদী হয়ে একই গ্রামের শিহাব রেজা (২৮), আব্দুল কুদ্দস (৪৫), বাদল (২৪), সাইদুল (৩৫), মোস্তফা (৪০), আব্দুর রাজ্জাক (৩৫), কিবরিয়া (৩০) ও মাজেদাকে (৩৮) আসামি করে গত ২২ এপিল গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিন ওই মামলায় পুলিশ আসামি বাদল ও কিবরিয়াকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পরের দিন আদালত আটক দু আসামিকে জামিনে মুক্তি দেন। পলাতক বাকি ৬ আসামি গতকাল রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে ক্ষিপ্ত আসামিরা মামলা তুলে নেয়াসহ বাদী ও তার পরিবার লোকজনকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বাদী নাসিম আহমেদ আরো জানান, তিনি ও তার পরিবারের লোকজন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।