স্টাফ রিপোর্টার: ডিলিংস লাইসেন্স না থাকায় চুয়াডাঙ্গার ৫টি দোকানির মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ ও মুশফিকুল আলম হালিমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার একাডেমী মোড়ের অদূরবর্তী স্থানের হাজরাহাটি হার্ডওয়ারের ৩ হাজার টাকা, মোহাম্মদী শপিং কমপ্লেক্সের মোল্লা ফার্নিচারের দু হাজার টাকা, একই স্থানের মডার্ন আইরন কিঙের দু হাজার টাকা ও পৌরসভার নিকটস্থ মুক্তাসহ দুটি হার্ডওয়ারের ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট ১৪ হাজার টাকা সাথে সাথে আদায় হয় বলে আদালতসূত্র জানিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম, সদর থানার এএসআই অহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। ডিলিংস লাইসেন্স না থাকায় ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়েছে।