নারী ফুটবল দলসহ ৪৯ জন ঢাকায় ফিরেছেন

মাথাভাঙ্গা মনিটর: এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের ফাইনালে অংশ নিতে নেপালে যাওয়া ফুটবল দলসহ মোট ৪৯ জন বাংলাদেশিকে নিয়ে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরেছে একটি বিমান। গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসেন।

এর আগে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটিকে সহায়তার জন্য বিমানবাহিনীর একটি উড়োজাহাজ সি-১৩০ যায়। সেই বিমানেই তাদের ফিরিয়ে নিয়ে আসা হয়। এর আগে গতকাল রোববার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান নেপালে আটকে পড়া মহিলা ফুটবল দল ও অন্যান্য বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য কাঠমান্ডু বিমান বন্দরে অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয়। এই মুহূর্তে ভূমিকম্পে কাঠমান্ডু বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে কেবল সামরিক বিমান ছাড়া অন্য সব যাত্রীবাহী বিমানের ওঠা-নামা বন্ধ আছে।

নারী ফুটবল দল এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বেশ কয়েক দিন ধরেই নেপাল অবস্থান করছিল। এ প্রতিযোগিতার ফাইনালে গত শনিবার স্বাগতিক নেপালের মুখোমুখি হওয়ার কথা ছিলো অনূর্ধ্ব-১৪ বছর বয়সী মেয়েদের। ফাইনালে ওঠার পথে দলটি শক্তিশালী ইরানকে পরাজিত করে ২-০ গোলে। অপর দু ম্যাচের একটিতে ভুটানকে ১৬-০ গোলে হারায় মেয়েরা। ভারতের বিপক্ষে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।