মহেশপুর আন্তর্জাতিক সীমারেখায় ১৬৭টি পিলার ছয় দশক পর পুনর্নির্মাণ ও সংস্কার

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার ভারতের সাথে আন্তর্জাতিক সীমারেখা ১৬৭টি পিলার ছয় দশক পর পুনর্নির্মাণ ও সংস্কার করা হলো। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসসূত্রে জানা গেছে, ভারতের সাথে ৪৬ কিলোমিটার সীমান্তের মধ্যে নদীয়া জেলার সাথে যে অংশটুকু রয়েছে। সেটি বাংলাদেশ সরকার সংস্কার করবে এবং ২৪ পরগুনা জেলার সাথে যে অংশটুকু সেটি ভারত সরকার করবে। এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে মহেশপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরিপ বিভাগের সহযোগিতায় ৪২টি পিলার পুনর্নির্মাণ এবং ১২৫টি পিলার সংস্কার ইতোমধ্যে শেষ হয়েছে। মোট ১৬৭টি পিলারের জন্য বাংলাদেশ সরকার ১ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেয়। ওই প্রকল্পের বাস্তবায়ন কমিটিতে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন এবং সদস্য সচিব ছিলেন উপজেলা প্রকৌশলী জাকরিয়া ইসলাম। ঢাকা জরিপ বিভাগের স্বার্বিক সহযোগিতা করেন।

ঢাকা থেকে আগত সহকারী জরিপ অফিসার ফেরদৌস হোসেন জানান, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ১৯৫৫-৫৬ সালে এ পিলারগুলো নির্মাণ করা হয়েছিলো। তখন পিলারের এক পাশে ইন্ডিয়া অপর পাশে পাকিস্তান লেখা ছিলো। ওই পিলারে একপাশে ইন্ডিয়া অপর পাশে বাংলাদেশ লেখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, একটি প্রকল্পের মাধ্যমে ১৬৭টি সীমানা পিলারের সংস্কার কাজ করা হয়েছে।

Leave a comment