কুষ্টিয়ায় জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

 

জঙ্গিবাদীদের ক্ষমতায় দেয়া যায় না

প্রতাপ শর্মা: তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে ভোল পাল্টানো বেগম খালেদা জিয়াকে আলমের পচা সাবান দিয়ে ধুলেও শরীর থেকে পোড়া মানুষের গন্ধ যাবে না। তিনি বলেন, কোনো ভোটই আগুন সন্ত্রাসীদের রেহাই দেবে না। ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিদের মতোই আগুন সন্ত্রাসী ও তাদের নেতা বেগম খালেদা জিয়াকে কোনোভাবেই দায়মুক্তি দেয়া হবে না। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের মঙ্গল চাইলে কোনো অবস্থাতেই বাংলাদেশে আর জঙ্গিবাদীদের ক্ষমতায় দেয়া যায় না। তথ্যমন্ত্রী বলেন, এ নির্বাচন কমিশনের অধীনেই বেগম খালেদা জিয়ার প্রার্থীরা করপোরেশন ভোট করে বিজয়ী হয়েছেন। সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দেয়ার যে দাবি বেগম জিয়া করেছেন, এ প্রসঙ্গে ইনু বলেন, স্বৈরাচারের পতনের পর বেগম খালেদা জিয়ার দলসহ আমরা সবাই মিলে সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর যে বিচারিক ক্ষমতা ছিলো তা বাতিল করে দিই। এরপর থেকে সেনাবাহিনী আর বিচারিক ক্ষমতা গ্রহণ করে না, প্রয়োজন হলে কমিশনের অনুরোধে যখন যেখানে যেভাবে দরকার সেইভাবেই তারা সহযোগিতা করে থাকে। ফলে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকলো নাকি নিউ মার্কেটের গেটে থাকলো সেটি কোনো বিষয় নয়, কেননা এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, সকল প্রার্থীরা নিরাপদে নির্বিগ্নে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সমস্যা দেখা দিয়েছে শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে, উনি নির্বাচনী প্রচারণায় নেমে উত্তেজনা তৈরি করছেন, এ বিষয়টা প্রশাসন দেখছে। বেগম খালেদা জিয়াকে আদালতের বারান্দায় জবাবদিহি করতে হবে। এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সার্কিট হাউজে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।