দামুড়হুদায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা

 

প্রতিটি শিক্ষককেই হ্যামিলনের বাঁশিওয়ালা হতে হবে

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে জেলা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা মডেল পাইলট হাইস্কুলে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আমজাদ হোসেন, ইমতিয়াজ হোসেন, একরামুল হোসেন, মুনসুর আলী, হাসিনা খাতুনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগণ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বিদ্যালয়ের লেখাপড়ার বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের বিভিন্ন দুর্বলতা ও সমস্যার কথা তুলে ধরে সহকারী শিক্ষক আব্দুল কাদের বলেন, ছাত্রদের বকাঝকা করলে বা একটু বেশি কথা বললে অভিভাবকরা শিক্ষকদের ওপর চড়াও হয়। এছাড়া শিক্ষার্থীরা লেখাপড়ার চেয়ে আধুনিক মোবাইলফোন ব্যবহার করে বিনোদনের দিকেই বেশি মনযোগী হয়ে উঠছে। যার ফলে ছাত্রদের ক্লাসে ধরে রাখা সম্ভব হচ্ছে না। যা দিন দিন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, শিক্ষার্থীদের শতভাগ ক্লাসে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে হবে। আর এজন্য স্কুল টাইমে কোচিং বন্ধ করতে হবে। অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে। ম্যানেজিং কমিটিকেও সার্বিক বিষয়ে নিয়মিতভাবে দেখভাল করতে হবে। শিক্ষকদের মনে রাখতে হবে আপনার পেশাকে ধ্যান জ্ঞান মনে করতে হবে। শিক্ষার্থীদের ক্লাসে কীভাবে ধরে রাখা যায় সে বিষয়ে আরো বেশি আন্তরিক হতে হবে। এজন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। এক কথায় প্রতিটি শিক্ষককেই হ্যামিলনের বাঁশিওয়ালা হতে হবে। তবেই শতভাগ পাস নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ম্যানেজিং কমিটির সদস্য এম নুরুন্নবী।