পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে ২৮ মোষের মৃত্যু

স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপা উপজেলার আগুন মুখা নদীর মোহনায় বজ্রপাতে সময় গতকাল শনিবার অন্তত ২৮টি মোষ পানিতে ডুবে মারা গেছে। মোষের মালিক কালাম গাজী জানান, পানপট্টির তুলারাম গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের মোষের খোয়ার থেকে ঘাস খাওয়ানোর জন্য ৫৪টি মোষ নিয়ে আগুনমুখা নদীর দক্ষিণ পাড়ে কারফারমার চর যাচ্ছিলো। মহিষগুলো নদীতে নামানোর পরপরই হঠাৎ বজ্রপাতে আঘাত হানে। এতে পালের ২৮টি মোষ পানির নিচে ডুবে গিয়ে ঘটনাস্থলেই  মারা যায়। গলাচিপা উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে মরা মহিষগুলো নদী থেকে তুলে মাটি চাপা দেয়া হয়েছে।