শেষ ম্যাচেও যুবাদের জয়

 

স্টাফ রিপোর্টার: সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপূণ্যে সিরিজের শেষ ম্যাচে এক উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজ ৬-১এ সমাপ্ত করলো নাজমুল হাসান শান্তর দলটি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নাম আফ্রিকার যুব দলটি। ব্যাটিং করতে নেমেই শুভ সূচনা করতে পারেনি অতিথি দলটি। ২১ রানে এক উইকেট হারিয়ে চাপে পড়া দলটিকে ম্যাচে ফেরান ফস্কক্রোফট ও মুনসাম। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬২ রান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফ্রিকা। শেষ পর্যন্ত দেওয়ান গালিমের করা ৫৩ ও ফক্সক্রোফটের ৪৯ রানের কল্যাণে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে আফ্রিকার অনূর্ধ্ব দলটি। বাংলাদেশ দলের হয়ে দুই উইকেট নেন  মোহাম্মদ সাইফুদ্দিন। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে সাইফ হাসানের উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তিনে ব্যাট করতে নেমে পিনাক ঘোষকে নিয়ে ৫৭ রানের জুটি গড়ে দলকে বিপদ মুক্ত করেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এরপর মাত্র এক রারেন ব্যবধানে দুই উইকেট পতন।